আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে শ্রমিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে পৃথক র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদলের র্যালিতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া৷ জেলা শ্রমিক দলের সভাপতি আবু হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, শ্রমিক দল নেতা আবুল হাসনাত সোহেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।