“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে লক্ষ্মীপুরে। সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হন সবাই। এতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জজ মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদারসহ অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবিসহ সকল স্তরের মানুষ।