Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ণ

পাবনা সদর হাসপাতাল জেনো ময়লার ভাগার

News Image

পাবনা সদর হাসপাতাল যেন এক ময়লার ভাগার। ২৫০ সজ্জা হাসপাতাল পাবনা জেলার একটি অন্যতম হাসপাতাল। যেখানে পাবনা জেলার দশটি থানা থেকে প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসে। কিন্তু সেবা নিতে এসে,সেখান থেকে রোগ জীবাণু আবার ছড়িয়ে পড়ছে। মেডিসিন বিভাগের দিকে তাকালেই চোখে পড়ে ময়লার ভাগাড়। যেন রোগী আর জীবাণু একসঙ্গে বসবাস করছে।

এ বিষয়ে ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর সহকারি পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান বলেন, এখান থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে যেমন, সর্দি কাশি ডায়রিয়া। তিনি আরো বলেন, আমাদের হাসপাতালের কোন নিজস্ব গাড়ি নাই যে, আমরা ময়লা এখান থেকে অপসারণ করবো। এখান থেকে ময়লা সাত দিন, দুই সপ্তাহ, কোন কোন সময় এক মাসও লেগে যায় ময়লা অপসারণ করতে। ফলে ময়লা পচে দুর্গন্ধ বের হয়। তিনি আরো বলেন,এ বিষয়ে পৌরসভার সাথে যোগাযোগ করলে কোন ব্যবস্থা নেয়নি তারা।
এ বিষয়ে পৌরসভার দায়িত্বে থাকা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে , তিনি বলেন এ বিষয়ে আমার জানা নাই, আমি জেনে ব্যবস্থা নিবো। এ বিষয়ে দ্রুত মুক্তি চাই সাধারণ মানুষ।

Watermark