বিয়ানীবাজারে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
আয়োজিত র্যালিটি সংগঠনের কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ (অমুসলিম, মুসাফির ও রোগীদের জন্য নিয়ন্ত্রিত রাখা যেতে পারে) ও অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।এ বিষয়ে ছাত্রশিবিরের দায়িত্বশীলরা বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।