Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ

রমজানে দোকানের বাইরে মালামাল রাখলেই সিলাগালা, বিয়ানীবাজারের ইউএনও’র কড়াবার্তা

News Image

আসন্ন রমজানে বিয়ানীবাজারের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সংযমের মাসে উপজেলাবাসীকে যাতে কোন ধরনের দূর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না।

তিনি বলেন, দোকানের বাইরে কোন ধরনের মালামাল রাখতে পারবেনা ব্যবসায়ীরা। প্রয়োজনে ওই দোকান সিলাগালা করে দেয়া হবে, বাতিল করা হবে ব্যবসায়িক অনুমতিপত্র। পৌরশহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ফুটপাত উচ্ছেদ করে চলাচলের রাস্তা সুগম করা হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলবে।

সভায় বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Watermark