বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার জুই প্রকাশ কার্যালয়ে জুই প্রকাশ সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মজির উদ্দিন আনসারের সভাপতিত্বে শিক্ষিকা হ্যাপি জান্নাতের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ড.তৈয়বুর রহমান, বিশেষ অতিথি, কবি ও কলামিস্ট মহি ইউ চৌধুরী, ডা: এম এ রহমান,জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান জয়নাল, কবি আতাউর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম.এ ওমর, কবি ও সাহিত্যিক প্রিন্সেস হেনা।
অনুষ্ঠানে এস এস টিভির পরিচালক সুয়েব আহমদের কোরআন তেলওয়াত মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কবি প্রিন্সেস হেনা, আবৃতি শিল্পী হামিদা বেগম ঝুমা, সিলেট ২১ এর পরিচালক সরওয়ার খান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বিয়ানীবাজার শাখার আজিজুর রহমান জয়নাল, কবি আতাউর রহমান নোমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম.এ ওমর, জুই প্রকাশের প্রকাশ ও কবি আজিজ ইবনে গনি।
এসময় পল্লীবাউল লোক সংগীতালয়ের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফারুক উদ্দিন,
বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম ও পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক এস.এম মানিক কে দেওয়া হয় সংবর্ধনা।