Header Logo
Author সকালের দেশ
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ

সিলেটে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩’ সম্বন্ধে অবহিতকরণ কর্মশালা

News Image

 

সিলেট প্রতিনিধি :

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে
সবাইকে এগিয়ে আসতে হবে
–অতিরিক্ত সচিব বিজয় কৃঞ্চ দেবনাথ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃঞ্চ দেবনাথ বলেছেন, দেশে ২২ ফেব্রয়ারি পর্যন্ত ৩৫ লক্ষ ৯১ হাজার ৯ শত ৯৪জন প্রতিবন্ধী রয়েছেন। এদের মধ্যে বহুমাত্রিক প্রতিবন্ধীর সংখ্যা অত্যাধিক। এসব প্রতিবন্ধীদে প্রতি আমাদের সহমর্মিতা দেখাতে হবে। তাদের সমাজের মূল ¯্রােতধারায় আনয়ন ও দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং স্বার্থ সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া অত্যন্ত প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী অনগ্রসর ব্যক্তিদের সেবা ও পুনর্বাসন করা গেলে তারা আর পিছিয়ে থাকবেনা। আইন দিয়ে সব অধিকার আদায় করা যায় না। এজন্য সবাইকে তাদের প্রতি সহযোগীতার হাত প্রসার করতে তিনি আহবান জানান।
শনিবার (২২ ফেব্রæয়ারি) সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাইটসেভার্স এর সহযোগীতায় ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩’ সম্বন্ধে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি উপপরিচালক (উপসচিব) মো. এহেতেশাম রেজার পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (উপসচিব) ফজলে ছিদ্দীক মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন, উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি উপপরিচালক (উপসচিব) মো. এহেতেশাম রেজা।
কর্মশালায় দেশে পিছিয়ে থাকা প্রতিবন্ধীদের উন্নয়ন, অধিকার ও আইনের বাস্তবায়ন নিয়ে নানা বিষয়ের ওপর আলোচনা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যথাযথভাবে কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারের সেবা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

Watermark