Header Logo
Author সকালের দেশ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ণ

মধ্যনগর যুবলীগ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল দুই গ্রুপের সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি

News Image

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতার গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল
দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ও বিএনপি অফিস ও যুবদল অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ এড়াতে ১৪৪ জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেফতার ওই যুবলীগ নেতার নাম জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা ওয়ার্ড কমিটি যুবলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়। মধ্যনগর বিএনপির নেতা শহীদ মিয়া দাবি করেন, গ্রেফতারকৃত যুবলীগ নেতা বিএনপিপন্থি ও তার লোক। কিন্তু উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কাইয়ূম মজলু এটা মানতে নারাজ। যার প্রেক্ষিতে বিএনপির শহীদ গ্রুপ ও মজলু গ্রুপের
দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ও বিএনপি অফিস ও যুবদল অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ও সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে উপজেলা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। পরে মধ্যনগর যুবদল নেতা শহিদ মিয়া ও সাবেধ সাধারণ সম্পাদক আব্দুল কাঈযুম মজনুর লোকজনের মধ্যে পুলিশের আসামি ধরা নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ও বিএনপি অফিস ও যুবদল অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে বিএনপি ও যুবদল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার শঙ্কা রয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Watermark