তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

শঙ্কা কাটেনি হাতিরঝিলের নিরাপত্তা নিয়ে

সকালের দেশ এক্সক্লুসিভ :
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
শঙ্কা কাটেনি হাতিরঝিলের নিরাপত্তা নিয়ে 

রাজধানীতে বসবারসরত জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা খুবই কম। যে অল্প কয়েকটি জায়গায় রাজধানীবাসী ঘুরতে গিয়ে ক্লান্ত ভুলতে যায় তারমধ্যে হাতিরঝিল অন্যতম। কিন্তু পর্যাপ্ত সড়কবাতি, সিসি ক্যামেরা ও নিরাপত্তাকর্মীর অভাবে সন্ধ্যা নামলেই আতঙ্ক তৈরি হচ্ছে রাজধানী ঢাকার অন্যতম সুন্দর এলাকাটিতে। ছিনতাই, লেক থেকে মরদেহ উদ্ধারও নৈমিত্তিক ঘটনা। সমপ্রতি হাতিরঝিল এলাকার প্রধান আতঙ্ক হয়ে উঠেছে ছিনতাই। মাদক কেনাবেচা ও মাদকসেবীদের আড্ডাও বেড়েছে বলে মনে করছেন আশপাশের বাসিন্দারা। সঙ্গে যোগ হয়েছে বড় বড় খানাখন্দ হওয়া সড়ক। সব মিলিয়ে হাতিরঝিলের স্বাভাবিক সৌন্দর্য ও নিরাপত্তা হুমকিতে বলেই মনে করছেন নিয়মিত বিচরণকারীরা। অভিযোগ রয়েছে, পুলিশ-আনসার সদস্যদের নজরদারির অভাবেই মূলত দিন দিন অনিরাপদ হয়ে উঠছে হাতিরঝিল। তবে অভিযোগ অস্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা আনসার বলছে, হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। তাদের তৎপরতায় এখন হাতিরঝিলে ছিনতাই নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে মূলত ছিনতাই আতঙ্ক শুরু হয়। রাত গভীর হওয়ার সঙ্গে দুর্বৃত্তদের উপদ্রবও বাড়তে থাকে। ভোর বা সকালে যারা হাঁটতে যান, তাদের অনেকেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীরা ছুরি বা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছেন। কিন্তু হাতিরঝিলে নিরাপত্তা নিশ্চিতে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। হাতিরঝিল প্রকল্পটি এক হাজার ৯৭১ কোটি টাকা ব্যয়ে মোট ৩০২ একর জমির ওপর বাস্তবায়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২০১৩ সালের ২ জানুয়ারি প্রকল্পটি উদ্বোধন করা হয়। প্রকল্পটি ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে। প্রকল্পটি বাস্তবায়ন কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২১ সালের ৩০ জুন রাজউকের কাছে প্রকল্পটি হস্তান্তর করে সেনাবাহিনী। মূলত এরপর থেকেই ঝিলটিতে অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতি দেখা দেয় বলে জানান চলাচলকারীরা। গত বছরের ১ জুলাই হাতিরঝিলের সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করেছে রাজউক। ওইদিন হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে এক অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধ করেন রাজউকের সাবেক চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান। তখন আনসার বাহিনীকে হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার পর কেন রাত ১১টার মধ্যে হাতিরঝিল ত্যাগ করতে বলা হলো, তা নিয়ে সমালোচনার মুখে পড়ে রাজউক। হাতিরঝিল ব্যবস্থাপনা ভবন সূত্র জানায়, এখন হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১১৮ জন আনসার সদস্য কাজ করছেন। তারা তিন শিফটে বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে দায়িত্ব পালন করেন। তবে হাতিরঝিলের আয়তন অনুযায়ী আনসার সদস্য আরও দরকার। বাংলাদেশ আনসার বাহিনী ঢাকা পূর্ব জোনের জোন কমান্ডার হাসান আলী বলেন, বিগত যে কোনো সময়ের তুলনায় এখন হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। আনসার সদস্যদের তৎপরতায় এখন হাতিরঝিলে ছিনতাই নেই বললেই চলে। তিনি বলেন, আগে প্রায়ই খবর আসতো, হাতিরঝিলে ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটছে। ঝিলের বিভিন্ন স্থানে লাশ ভেসে উঠতো। কিন্তু আনসার সদস্যরা দায়িত্ব নেওয়ার পর এমন একটি ঘটনাও ঘটেনি। হাতিরঝিলে আসা দর্শনাথীদের মতে, সেনাবাহিনী হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজউককে হস্তান্তরের পর দীর্ঘদিন তা অরক্ষিত ছিল। ফলে ঝিলটি ক্রমেই তার সৌন্দর্য হারায়। ক্রমান্বয়ে দর্শনার্থীর সংখ্যাও কমতে থাকে। পরে আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। প্রায়ই ঝিলে ছিনতাই, মাদক বেচাকেনা হয় বলে খবর পাই। পর্যাপ্ত আলোও নেই। তারা জানান, সন্ধ্যার পর থেকেই ঝিলপাড়ে কেমন একটা থমথমে পরিবেশ কাজ করে। সারাক্ষণ ছিনতাই আতঙ্কে থাকতে হয়। অনেক জায়গায় সড়কবাতি নেই। চলাচল করতে ভয় লাগে। নগরীর মধ্যে এমন একটা সুন্দর ঝিলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো দরকার। হাতিরঝিল সংলগ্ন তেজগাঁওয়ে বেশ কয়েকটি বস্তি রয়েছে। মহাখালীর সাততলা বস্তি থেকেও হাতিরঝিলের দূরত্ব খুব বেশি নয়। এসব বস্তি থেকে প্রতিদিন বিকেলে কিশোর গ্যাংয়ের অনেক সদস্য হাতিরঝিলে আড্ডা দেয়। রাত যত গভীর হয়, ঝিলপাড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত তত বাড়ে। আর ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে আগের মতো কেউ খুব সকালে ঝিলপাড়ে হাঁটতে আসে না। হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, হাতিরঝিল ও সংলগ্ন এলাকাগুলোর নাগরিক নিরাপত্তা বা সেবা দিতে দিনে ২৪ ঘণ্টায় তাদের পাঁচটি টহল দল কাজ করে। এর মধ্যে আরও পাঁচটি মোটরসাইকেলে টহল দেওয়া হয়। এ টহলের অন্যতম লক্ষ্য হাতিরঝিলে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে পুলিশ কতটা সক্ষম সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...