তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

দেশে বিদ্যমান বিনিয়োগ স্থবিরতায় বেকারত্ব আরো তীব্র হওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
দেশে বিদ্যমান বিনিয়োগ স্থবিরতায় বেকারত্ব আরো তীব্র হওয়ার শঙ্কা

দেশে বিদ্যমান বিনিয়োগ স্থবিরতায় বেকারত্ব আরো তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে। বর্তমানে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগেই স্থবিরতা নেমে এসেছে। মূলত দেশে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি বিধি-নিষেধ, ডলার ঘাটতি, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মন্দায় ভুগছে। সব মিলিয়ে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা পড়েছেন। ফলে গত ১৪ বছরের মধ্যে দেশে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক খাত সংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, যে কোনো দেশে বিনিয়োগ কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি। বেশি বিনিয়োগ হলে উৎপাদন বেশি হয় এবং ওই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। এদেশে কর্মসংস্থানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগ। কিন্তু করোনা-পরবর্তী সময় থেকে বিনিয়োগ কমায় কর্মসংস্থানও কমছে আর বেকারত্ব বাড়ছে। বিনিয়োগকে অর্থনৈতিক বিশ্লেষণে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে দেখা হয়। দেশে গত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগের হার ২৩.৫১ শতাংশ, যা আগের অর্থবছর ছিল ২৪.১৮। অর্থাৎ বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে। আর এখনো গত ২০২৪-২৫ অর্থবছরের হিসাব চূড়ান্ত হয়নি। তবে কতটা শিল্পের যন্ত্রপাতি আমদানি হচ্ছে, কাঁচামাল কতটা আসছে, ঋণ বিতরণ কতটা বেড়েছে এসব সূচকেই বিনিয়োগ কমার চিত্র ফুটে উঠেছে।

সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। দাবি আদায়ে নানা শ্রেণি-পেশার মানুষের মাঠ পর্যায়ে আন্দোলন করছে, শিল্প-কারখানায় শ্রমিকপক্ষের অসন্তোষ, নিয়ন্ত্রণে আসেনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। মব সন্ত্রাসে বিরাজ করছে সামাজিক অস্থিরতা। সব মিলিয়েই দেশে বিনিয়োগের অবস্থাও নাজুক। ফলে শিল্পের উৎপাদন কমতে থাকায় বাড়ছে বেকারত্বের হার। সদ্যাবিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে দেশে কমেছে বিদেশি বিনিয়োগ (এফডিআই)। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) ছিল ১২৭ কোটি ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার। তাছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৬০ কোটি ৫৪ লাখ ডলার। তার আগের ২০২১-২২ অর্থবছরে বিনিয়োগ হয়েছিল ১৭১ কোটি ডলার।  করোনার সময়ে ২০২০-২১ অর্থবছরেও বিদেশি বিনিয়োগ এসেছিল ১৩২ কোটি ৭৬ লাখ ডলার আর ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ এসেছিল ১২০ কোটি ডলার। করোনার আগে ২০১৮-১৯ অর্থবছরে বিনিয়োগ এসেছিল ৩৪৮ কোটি ডলার। কিন্তু বর্তমানে গত ১৪ বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০১১-১২ অর্থবছরেও দেশে ১২০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল। এরপর আর কোনো অর্থবছরে এর চেয়ে কম বিদেশি বিনিয়োগ আসেনি। এবার সেটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সূত্র আরো জানায়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ ও পুনর্বিনিয়োগে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম বিনিয়োগ পেয়েছে। গত অর্থবছরের শুরুতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রথম প্রান্তিকে মাত্র ১০ কোটি ৪৩ লাখ ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল। আর ছয় মাসে ৫৯ কোটি ডলার হয়েছিল। গত অর্থবছরের প্রথম ছয় মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ২১ কোটি ডলার। আর আগের বছরের প্রথম ছয় মাসেই এসেছিল ৩৩ কোটি ডলার। ওই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৭ শতাংশ কম। গত অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগের চেয়ে বিদেশিদের পুনর্বিনিয়োগ বেশি হয়েছে। প্রথম ছয় মাসে পুনর্বিনিয়োগ হয়েছে প্রায় ৪০ কোটি ডলার। মূলত রাজনৈকি পটপরিবর্তনের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদেশি বিনিয়োগ কমতে থাকে। আর দেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে তা এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। এসব কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। মূলত দেশে ব্যবসার মন্দা থাকলে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন না। বিদেশি বিনিয়োগ পরিস্থিতির অবনতিতে দেশের ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানের বাস্তব চিত্র ফুটে উঠেছে।

এদিকে বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধার কথা তুলে ধরেছে। সেগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির চাপে ঋণের উচ্চ সুদহার নতুন করে বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ১৬ শতাংশ সুদের কারণে নতুন বিনিয়োগ ব্যাহত হচ্ছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২ শতাংশ। তাতেই দেশে বিনিয়োগ কমার প্রমাণ মেলে। পাশাপাশি উচ্চ সুদের হারের কারণে বেসরকারি খাতে ঋণ নেয়াও কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬.৯৫ শতাংশ, যা অন্য সময়ে ১০ শতাংশের বেশি থাকে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিসংখ্যানের তথ্যানুযায়ী ২০১০-১১ অর্থবছরে দেশে বিনিয়োগ হয়েছিল এক হাজার ২৮৫ কোটি ডলার। ওই বছর দেশে পাঁচ লাখ তিন হাজার ৬৬২ জনের কর্মসংস্থান হয়েছিল। এর পরের অর্থবছরগুলোতে আর এতো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। আর ২০২০-২১ অর্থবছরে ৭৯৯ কোটি ডলার বিনিয়োগে এক লাখ ৮০ হাজার ৭৮৬ জনের কর্মসংস্থান হয়েছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা তলানিতেই রয়েছে। এমনকি কর্মসংস্থান তৈরিতে দেশীয় বিনিয়োগের অবদান তুলনামূলকভাবে বেশি হলেও বিদেশি বিনিয়োগের মতো দেশি বিনিয়োগও বাড়ানো যায়নি। বাস্তবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও মব সন্ত্রাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি। ফলে বেকারত্ব বাড়ছে।

অন্যদিকে দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার বিষয়ে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সংশ্লিষ্টদের মতে, দেশে সার্বিক বিনিয়োগই কমে এসেছে। শুধু বিদেশি নয়, এখন দেশি বিনিয়োগও কমেছে। দেশ এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে নিরুৎসাহ করছে। এই অনিশ্চয়তার মধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারী ঝুঁকি নিতে রাজি নন। বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতির পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল অনুসরণ করছে। আর শুধু এদেশেই নয়, সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা চলছে। বিনিয়োগ সম্মেলনে অঙ্গীকার এলেও সব বিনিয়োগকারী অপেক্ষা করছে। সার্বিক পরিস্থিতির কারণে বিনিয়োগ সমপ্রসারণে যাচ্ছে না। তা ছাড়া দেশের অর্থনীতির সূচকগুলোর বেশির ভাগই ভালো নেই। যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা ধীরস্থিরভাবে এগোচ্ছে।

এ বিষয়ে সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে। বিদেশিরা এলে বন্দর ব্যবস্থাপনায় গতি বাড়বে। নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশিরা বন্দর ব্যবস্থাপনা করবে। তারপর মেয়াদ শেষ হলে তারা চলে যাবে।

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...